Mybanglaspace

From Wikipedia, the free encyclopedia

Mybanglaspace.com – A Place where deshi peoples meet "১৭মে জাকজমকপুর্ন ভাবে প্রথম বর্ষপূর্তি পালন করল - www.mybanglaspace.com . অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র এক বছরের মাথায় সাইটটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে পনেরো হাজারারও অধিক সদস্য নিয়ে এই সাইটটি আজ বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক বন্ধুত্তের নেটওয়ারকিং সাইটে পরিনত হয়েছে ।

সাইটটিতে বর্তমান 

অনলাইনের সামাজিক বন্ধুত্তের নেটওয়ারকিং সাইটের সকল ফিচারই বিদ্যমান । ফোরাম, ব্লগিং, গ্রুপ, পুল, কুইজ, গেমস, পারসোনাল বিজ্ঞাপনের, অনলাইন গিফট, মিউজিক, আনলিমিটেড ভিডিও, ছবি রাখার ব্যবস্থা ছাড়াও আপনি আপনার প্রোফাইল্ প্রাইভেট করে রাখতে পারবেন যাতে আপনার বন্ধুরা ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলে প্রবেশ না করতে পারে। সাইটটিতে আপনি ইংরেজীর পাশাপাশি বাংলাতেও লিখতে পারবেন। এইসব ফিচার তো আছেই, এখন সাইটটি নতুনভাবে আরো অনেক আধুনিক সব ফিচার যুক্ত করছে। যার মধ্যে রয়েছে..


বাংলাদেশের একমাত্র 

চ্যাটিং রুম, যেখানে ভয়েস এবং ভিডিও চ্যাট করা যায় । অনলাইন রেডিও, যেখানে তাদের নিজস্ব দুইটি চ্যানেলে ২৪/৭ ঘন্টা গান চালান হয়। মজার ব্যাপার হচ্ছে তাদের নিজস্ব রেডিও জকি রয়েছে! যা তুমুল জনপ্রিয়তাও পেয়েছে। আর প্রথম বাংলা মোবাইল কমিউনিটি গড়ার লক্ষে মোবাইল কম্পানিগুলোর সাথে যোগাযোগ করা হছ্ছে । এছাড়াও “mbsBay”- নামে নতুন ফিচার চালু হতে যাচ্ছে শিগ্রই। এতে মেম্বাররা তাদের যে কোন কিছু খুবি সহজেই ক্রয়-বিক্রয় করতে পারবেন। সেই সাথে বিদেশের মেম্বারদের চাহিদা পূরণে লাইভ বাংলা টিভি চ্যানেল চালু করার পরিকল্পনাও রয়েছে ।

তাহলে আর দেরি কিসের ? আজই ঘুরে আসুন - www.mybanglaspace.com থেকে। হাজারো বন্ধু অপেক্ষায় রয়েছে আপনার বন্ধুত্তের হাতটি ধরতে। সম্পুর্ণ ফ্রী এই অনলাইন সাইটের সব সুবিধা পাবার জন্য আপনাকে ‘সাইন আপ’ করতে হবে মানে সদস্য হতে হবে। আর সাইটটির সার্বিক সম্পাদনা এবং উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করেছেন দেশ-বিদেশের এক ঝাক বাঙ্গালী তরুন Edited By- --Ahikmahin (talk) 21:56, 13 June 2008 (UTC)